সহজভাবে বলতে গেলে গুগল সার্চ অপারেট হচ্ছে যে কোন বিষয় নির্দিষ্টভাবে খুঁজে পেতে ব্যবহৃত শর্ট কমান্ড। নিচে বিভিন্ন সার্চ অপারেটর নিয়ে বিস্তারিত বলা হলো :
- সার্চ টার্ম (“search term”): গুগলে কোন সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে কোন তথ্য খোঁজার জন্য সার্চ টার্ম ব্যবহৃত হয়। হতে পারে কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান । উদাহরণ – মার্ক জাকারবার্গ ।
- অর (OR) : দুটো ভিন্ন কিওয়ার্ড দিয়ে ভিন্ন দুটি বিষয় একসঙ্গে অর (OR) অপারেটর দিয়ে সার্চ করলে সার্চ এঞ্জিন যে কোন একটা অথবা দুটোই রেজাল্ট শো করবে। যেমন- মোবাইল অর কম্পিউটার।
- এন্ড (AND) : অর অপারেটরের মতই এন্ড অপারেটরে মাধ্যমে দুটো ভিন্ন বিষয় একসঙ্গে সার্চ করা যায়। তবে এন্ড অপারেটর দ্বারা সার্চ করলে দুটো বিষয়ের রেজাল্ট একসঙ্গে পাওয়া যায়। যেমন : মোবাইল এন্ড কম্পিউটার।
- হাইফেন (-) : যদি কোন সার্চ রেজাল্ট থেকে নির্দিষ্ট কোন বিষয় বাদ দিতে চাই তাহলে মেইন কিওয়ার্ডের সঙ্গে হাইফেন (-) যুক্ত করে যেটা বাদ দিতে চাই সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে অনাকাঙ্ক্ষিত বিষয়টি আসবে না। যেমন : মোবাইল – অ্যাপল
- এস্টেরিস্ক (*) : এস্টেরিস্ক (*) ওয়াইল্ড কার্ড হিসেবে কাজ করে। যেকোন শব্দকে এক করে। যেমন : স্টিভ * অ্যাপল
- ফার্স্ট ব্রাকেট ( ): একাধিক শব্দ বা গ্রুপ সার্চের ক্ষেত্রে () অপারেটর ব্যবহৃত হয়। যেমন : (আইফোন অর আইপ্যাড) অ্যাপল।
- ডলার সাইন $ : কোন নির্দিষ্ট দাম বিষয়ক সার্চের ক্ষেত্রে $ ব্যবহৃত হয়। যেমন :মোবাইল $৩০০০০
- ডিফাইন (define) : কোন শব্দের অর্থ জানতে ডিফাইন ব্যবহৃত হয়। এটা ডিকশনারির মত কাজ করে। যেমন : ডিফাইন:এপোলজি
- ক্যাশ (cache) : কোন ওয়েব পেইজের সাম্প্রতিক ক্যাশড ভার্সনের জন্য এটি ব্যবহৃত হয়। যেমন :ক্যাশ:ভিভো.কম
- ফাইলটাইপ (filetype) : কোন সার্চ রেজাল্টে ফাইলটাইপ গুলোর নির্দিষ্ট সীমাবদ্ধ রেজাল্ট পেতে এটি ব্যবহৃত হয়। যদি শুধু পিডিএফ বা শুধু টিএক্সটি রেজাল্ট পেতে চাই তখন নির্দিষ্ট করে ফাইলটাইপ উল্লেখ করে দিতে হয়। যেমন : অ্যাপল ফাইলটাইপ:টিএক্সটি
- সাইট (site) : কোন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সীমিত রেজাল্ট পেতে সাইট ব্যবহৃত হয়। যেমন : সাইট:অ্যাপল.কম
- রিলেটেড (related) : সার্চকৃত ডোমেইনের রিলেটেড সাইটগুলোর রেজাল্ট পেতে ব্যবহৃত হয়। যেমন : রিলেটেড:অ্যাপল.কম
- ইনটাইটেল (intitle) : সার্চকৃত শব্দ যেসব পেইজ টাইটেলে থাকবে সেই রেজাল্টগুলো শো করবে। যেমন : ইনটাইটেল:অ্যাপল
- অলইনটাইটেল (allintitle) : ইনটাইটেলের মতই যে টাইটেল ট্যাগের মধ্যে শব্দগুলো থাকলে সেগুলো শো করবে। যেমন : অলইনটাইটেল:অ্যাপল আইফোন
- ইনইউআরএল (inurl) : সার্চকৃত কিওয়ার্ড যে ইউআরএলের মধ্যে থাকবে সেগুলো সার্চ রেজাল্টে আসবে। যেমন :ইনইউআরএল:অ্যাপল
- ইনটেক্সট (intext) : সার্চকৃত কিওয়ার্ড কোন পেইজ কনটেন্টের মধ্যে যেকোন স্থানে থাকলে শুধু সেই পেইজ গুলোই সার্চ রেজাল্টে আসবে। যেমন : ইনটেক্সট:অ্যাপল
- অলইনটেক্সট (allintext) : ইনটেক্সটের মতই কিন্তু ওয়েব পেইজের যে কোন স্থানে সার্চকৃত কিওয়ার্ড থাকলে সার্চ রেজাল্টে আসবে। যেমন : অলইনটেক্সট:অ্যাপল
- এরাউন্ড (নম্বর) {AROUND(X)} : এরাউন্ড এর সঙ্গে যত নম্বর উল্লেখ করা হবে যে ওয়েব পেইজে ততবার কিওয়ার্ড উল্লেখ থাকবে তাই শো করবে। যেমন :অ্যাপল এরাউন্ড(৪)আইফোন
- ওয়েদার (weather) : নির্দিষ্ট লোকেশনের আবহাওয়া সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। যেমন :ওয়েদার:নিউ ইয়র্ক
- স্টকস (stocks) : টিকিটের স্টক সম্পর্কিত তথ্যের জন্য ব্যবহৃত হয়। যেমন :স্টকস্:টিকিট
- ম্যাপ (map) : যেকোন স্থানের ম্যাপ সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। যেমন :ম্যাপ:সিলিকন ভ্যালী
- মুভি (movie) : নির্দিষ্ট কোন মুভির বিভিন্ন তথ্য যেমন কোথায় কখন প্রচারিত হবে যাবতীয় তথ্য জানতে ব্যবহৃত হয়। যেমন : মুভি:টাইটেনিক
- ইন (in) : টাকা,ওজন,তাপমাত্রা সম্পর্কিত তথ্যসমূহ এক ইউনিট থেকে অন্য ইউনিটে রূপান্তর করতে ব্যবহৃত হয়। যেমন : $৫০০ ইন বিডিটি
- সোর্স( source) : বিভিন্ন উৎস থেকে খবর পেতে ব্যবহৃত হয়। যেমন :অ্যাপল সোর্স :দ্যা ভার্গ
আরো জানুনঃ Google Search Operators: The Complete List (42 Advanced Operators)